সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে রাস্তা নির্মাণ কাজ দীর্ঘদিন অসমাপ্ত রাখায় ভোগান্তি 

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে রাস্তা নির্মাণ কাজ দীর্ঘদিন অসমাপ্ত রাখায় ভোগান্তি 

ইন্দুরকানীতে রাস্তার নির্মাণ কাজ শুরু করে দীর্ঘদিন পরও কাজ সমাপ্ত না করায় ভোগান্তির শিকার পথচারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইন্দুরকানী উপজেলার চাড়াখালী, দক্ষিণ ইন্দুরকানী, পাড়েরহাট ক্লিনিক সড়ক, হোগলাবুনিয়া, পত্তাশী কাজীপাড়া, কেওরার মোড়, চন্ডিপুর চরবলেশ্বরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ শুরু করে সম্পন্ন না করার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, মুমূর্ষু রোগী, পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। 

এ ব্যাপারে বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা রাস্তা নির্মাণের ফান্ড না থাকার অজুহাত দেখান। কবে কাজ শেষ হবে তাও নিশ্চিত করে বলতে পারেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর (বিজেপি) নামে একটি প্রকল্পের আওতায় ইন্দুরকানীতে ১৮ কিলোমিটারেও বেশি দৈর্ঘ্যের ১৪টি কার্পেটিং রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি ছিল উপজেলার সাধারণ মানুষ।  শুরু হওয়া রাস্তাগুলোর কাজ দ্রুত শেষ হওয়ার কথা থাকলেও, কাজ হয়েছে মাত্র অর্ধেক। 

এমনকি অনেক রাস্তার কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কোন কোন রাস্তায় শুধুমাত্র খোয়া ফেলে রাখা হয়েছে বছরকে বছর। ফলে গাড়ি চলা তো দূরের কথা সেগুলো পায়ে হাঁটারও উপযোগী নয়। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা। 

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বার বার যোগাযোগ করেও কোন ফল পাননি তারা। তাই দ্রুত অসম্পূর্ণ এ রাস্তাগুলোর কাজ শেষ করার দাবি তাদের। আর সরকারের এ সকল উন্নয়ন কাজগুলো বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তাদের অভিযোগ দীর্ঘদিন রাস্তাগুলোর কাজ ফেলে রাখা এবং কিছু কাজ এখনো শুরু করে নাই। মূল ঠিকাদার কাজ না করে সাব-ঠিকাদার  দিয়ে  রাস্তার কাজ করানো হয়। 

ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন জানান, রাস্তা নির্মাণে ফান্ডের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফান্ড পাওয়া গেলে রাস্তার নির্মাণ কাজ শেষ করতে পারবো এবং ঠিকাদারকে লিখিত ভাবে জানানো হয়েছে।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী জানান, জনগণের ভোগান্তি দূর করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করছি।

টিএইচ